মনের ঘর : My Bangla poem collection




           This collection of the poems is devoted to Gagandeep mam who inspired me for Bangla language. Thanks to Swanupama Due to which it is possible and also thanks to Sayantika Ghosh to correcting me grammatically.
                                                   - Madan Mohan


             1.    নতুন জ্ঞান
               29 March 2020

এক দিন সকালে
একটা কথা শুনলাম
ছেলে বললো যে
মা আজকে আমি রান্না করবো?
মা বললো
হ্যাঁ হ্যাঁ করতে পারো
ছেলেটা খুব সুন্দর করে
হাত ধুয়ে
মসলা দিয়ে মাছ মাখলো
মুখে হাঁসি
যে ছোট বাচ্চা
প্রথম দিন বিদ্যালয় যায়
সে রকম খুব খুশি।
দু টো মাছ ভাজতে ভাজতে
খুব এরিটেট হয়ে গেলো
বললো
মা রান্না করা বেশ কঠিন
মা বললো
না রে রান্না করা কঠিন না
তাড়া -তাড়ি করা কঠিন
ছেলে বললো
কিছু বোঝা যায় না
কখনও পুড়ে যায়
কখনও ভেঙে যায়
কাঁচা - পাকা
কিছু বোঝা যায় না
মা বললো
তুমি আজকে করছো
আমি তিনশো পঁয়সটি দিন একই জিনিস করে  অভ্যস্ত
যখন অভ্যস্ত হয়ে জাবে
তুমিও করতে পারবে
সেদিন আমি
একটা নতুন জিনিস জানলাম
কি?
অনুভব সব কিছু  শেখাতে পারে?
না!......
সে তো আমি আগেই জেনে নিলাম।
সেদিন আমি জানলাম যে
প্রত্যেক ঘটনা
প্রত্যেক কথন
প্রত্যেক শব্দ
প্রত্যেক ক্ষণ
কিছু শেখায়.......
যদি বিশ্বাষ হয়ে
যে
কিছুই ইউজলেস নেই
তবে প্রত্যেক ঘটনায়
একটা নতুন জ্ঞান খুঁজতে পারে।



                    2.      ইচ্ছা
                   28 March 2020

মানুষ সব কিছু চায়
খাবার, power
বাড়ি, গাড়ি
টাকা - পয়সা ও
সম্মান তো খুব বেশি
মানে সব গুলো
যে
মহাবিশ্বে আছে
ভালোবাসাও খুব দরকার
কিন্তু
বোঝে না
যে
ভালোবাসা পাবার জন্য
ভালোবাসা দিতে হবে।



             3.     অসাধারণ হাসি
                    29 March 2020

যখন তুমি
মুখ বন্দ করে হাসো
এবং
চোখ বন্ধ হয়ে যায়
সে হাসি
দেখে মনে হয় যে
অন্তরের প্রজাপতি
একটা
 অন্য রকম অনুভূতি দিচ্ছে
মানে
তোমার হাসি
সাধারণ নয়
একটা অন্য রকম
তৃতীয় লোকের
অসাধারণ হাসি
সে সব সময় পাওয়া যায় না
তবে
আমি পেয়েছি
আমার জন্য
সেই  ভালোবাসা



             4.     প্রেমের গাছ
                30 March 2020

যেমন গাছ বেড়ে ওঠে
 ঠিক তেমনই বড়ো হচ্ছে
 আমার প্রেম
প্রেম তোমার জন্য
কিছু গাছ
তাড়া-তাড়ি বেড়ে ওঠে
কিছু খুব ধীরে
আমার প্রেম একটা অন্য রকম বড়ো হচ্ছে
মাঝে - মাঝে মনে হয় যে
এই মুহূর্তে ফুল ফুটে যাবে
হটাৎ করে অনুভূতি হয়ে
যে পাতাও বেরোয় নী
আমি জানি না
যে
আমার প্রেমএর ফুল
ফুটবে
বা
ফুটবে না
আমি শুধু এই জানি
যে
আমার প্রেমের গাছ বড়ো হচ্ছে।



           5.         রেল লাইন
                   31 March 2020

 জন্মকাল থেকে বহু বছর
আমি ভেবেছিলাম
আমি একা
নিজের মতো এই সংসারে আমি একা
সবাই হয়ে, অদ্ভুত নয়
কিন্তু
বহু বছর পর
তোমার সঙ্গে দেখা হলো
তোমাকে জানলাম, বুঝলাম
দেখলাম যে তোমার জীবন আমার জীবন একই রকম
রেলের লাইন মতো
তুমি আলাদা ক্ষত্রে ছিলে আমি আলাদা
এখন একসঙ্গে হলাম
খুব খুশি
কিন্তু
একটা ভয়ানক সত্যি কথা
রেল লাইনের কখনো মিলন হয় না
যদি আমাকে - তোমাকে মিলনএর  ইচ্ছে হয়
তোমাকে আমার দিকে
আমাকে তোমার দিকে
ঘুরতে হবে
কিন্তু
যখনই আমরা এক হবো
যাত্রা শেষ হয়ে যাবে।



                     6.         মনের ঘর
                            01 April 2020

যদি তুমি চাও
আমার কাছে আসতে চাও
এসে যাও
আমার অন্তরের দরজা
তোমার জন্য
সব সময় খোলা থাকবে
ভেতরে ঢুকে তুমি দেখবে
তোমার সঙ্গে প্রথম দেখা,
তোমার সঙ্গে ফুচকা খাবার,
তোমার সঙ্গে বাজার করা,
আমার হাসি, খুশি, ভাবনা, ইত্যাদি ইত্যাদি
সব কিছু
তোমার জন্য
তোমার দিকে
পাখার মতো ঘুরছে
কিন্তু
এই মুহূর্তে আমার মনের পাখা
খুব ক্লান্ত
আগে গিয়ে তুমি পাবে
যে
লাল মাটি থেকে
একটা
সবুজ ফুল ফুটেছে
ওটা মাটি নয়
ওটা আমার হৃদয়
আর ফুল তুমি
তোমার জন্য আমার ভালোবাসা
না না
তুমি এসো না
কেনো?
যদি তুমি আসবে
বেরোতে পারবে না
ভেতরে থেকে যাবে
হ্যাঁ হ্যাঁ আমিও অপেক্ষা করছি
কিন্তু........
কিন্ত, কিন্তু......
কি বলবো আমার কাছে কোনো উত্তর নয়।



              7.          কমরেড
                      02 April 2020

কমরেড বলে সবাই কি দেখে
কি ভেবে
কি বোঝে
আমি জানি না
যখন আমি কমরেড বলি
তোমাকে দেখতে পারি
হ্যাঁ আমার জীবন সঙ্গিন
তুমি আমার কমরেড।
কমরেড বলে সাধারণত
কার্ল মার্ক্স, হ চি মিন, কমিউনিস্ট, কমিনুনিস্ট পার্টি, রাজনীতি সব কিছু ভেবে নিচ্ছে।
কিন্তু
কমরেড শব্দএর একটা ই মানে
শুধু বন্ধু।
আমার সমাজে বন্ধুত্ব নানা রকম আছে
তার মধ্যে নানা রকম অন্তর।
তাই তো কমরেড শব্দ খুব ভালো
যার মধ্যে
 দু টো বন্ধু এক সমান
ধনী - নির্ধন, উঁচু জাত - নিচু জাত, সব এক রকম
একটুও অন্তর নয়
মানে কমরেড।
আমি তোমার সেই কমরেড হতে চাই
একটুও অন্তর হোক না
তোমাকে দেখ আমি ভাবি
যে
নিজেকে দেখছি
তুমি বুঝতে পারছো?
আমার জীবন সঙ্গিনী
আমার কমরেড





                  8.                ঘুম
                           04 April 2020           

আজকে দারুন গল্প করবো
তুমি বলে ছিলে।
তুমি বলে ছিলে
"একটা আমার ওপরে কবিতা লেখো",
ক্ষমা করো
আমি ঘুমিয়ে পড়লাম।
তোমার সঙ্গে আর কথা হলো না,
কবিতা করতে পারলাম না।
আমি জানি
তুমি অপেক্ষা করছিলে,
সত্যি
ঘুম ওপরে আমার কোনো নিয়ন্ত্রণ নয়,
যেমন
তোমার সঙ্গে দেখা হলে
আমার চোখ আমার কথা শোনে না
শুধু তোমাকে দেখে।




               9.               দায়িত্ব
                        06  April 2020 

স্মাইল ফুটছে না।
সারা সংসার কাঁদছে
আমি স্মাইল করবো?
আমি সংসার সাথে।
কিন্তু
সংসারের বেদনায় সম্মিলিত হতে
নিজের দায়িত্ব ভুলে যাবো...?
হ্যাঁ আমি ভুলে গেছি
আমার দায়িত্ব
দায়িত্ব
তোমাতে জন্য
আমি ভুলে গেছি
সংসারতে তুমিও আছো।
ক্ষমা করো
আমার জীবন সঙ্গিনী
আমি ভুলে গেলাম
যে
তুমি আমার সংসার।




                 10.          যোগাযোগ
                           07 April 2020   

যখন আমি ওহাটসপে ম্যাসেজ পাঠালাম
ভাবলাম যে
তুমি এখুনি রিপ্লাই করবে
কিন্তু
করলে না
আবার পাঠালাম
তুমি কিছুই উত্তর দিলে না
বার বার পাঠালাম
তিন টে চার টে ফোনও করলাম
তুমি ধরলে না
আমার মাথায় ভয় ঢুকে গেলো
জীবনের শান্তি ভেঙে গেলো।
তুমি আমাকে ভুলে যাবে,
ছেড়ে চলে যাবে,
আমি তোমাকে হারিয়ে ফেলবো
সে সব ব্যাপার নয়।
ব্যাপার টা যে হচ্ছে
তুমি সুস্থ আছো তো...
ভালো আছো তো...
কোনো অসুবিধা তো নেই
খুব, খুব, খুব প্রশ্ন
জীবনে অন্ধকার বেড়ে যাচ্ছে।
তখন তুমি রিপ্লাই করলে
শান্তি পেলাম
তুমি সুস্ত....
তুমি ভালো....
অন্ধকার কেটে গেলো
কেনো?
তুমিই আমার আলোজিবন।




               11.             শ্রম
                       08 April 2020 

কিছুই করতে চাও
শ্রম করতে হবে
শ্রম ছাড়া কিছু পাবেন না
সবাই বলে
" এতো শ্রম করছো, একটু আরাম করে নাও"
আমি তো  আরামের জন্যও শ্রম করছি
সারা দিন কাজ করার পর
রাত্রি বেলায়
যখন আরাম করতে চাই
ঘুমাতে পারি না
চোখ বন্দ করে
ঘুমের জন্য শ্রম করি
কিন্তু পারি না
আপনি বলুন
শ্রম ছাড়া কিছু পাওয়া যায় ?



                    12.       বসন্তের দ্বিধা
                              09 April 2020     

গাছের পাতা পরে যায়
মানুষের গায়ে আলস ঢুকে যায়
তাপমাত্রার জন্য দ্বিধা হয়
দিনে গরম রাত্রি ঠান্ডা
সবাই বলে
'বসন্ত এসে গেছে, খুব মজা করবো'
কেন?
এতো দ্বিধার আবহাওয়া
ভালো কেনো?
মজা কেনো?
দ্বিধার পর আশা আসে
নতুন পাখির আশা
গাছের নতুন পাতার আশা
নানা রকমের ফুলের আশা
নতুন জীবনের আশা
বসন্ত তুমি এস, বের বের এস, খুব এস।





                     13.          স্বাদ
                          10 April 2020

এক বন্ধু মিষ্টান্ন দেয়
এক বন্ধু বাজে কথা বলে
দুটোই কাজ
যদি এক বন্ধু করে
মিষ্টানের মিষ্টি এবং অশ্রুবিন্দুর নুন মিলিয়ে
তিক্ত হয়ে যায়
মুখের স্বাদ
এবং
বন্ধুর জন্য মন

                                               - Madan Mohan

Comments

Arts and entertainment

शोध की अर्थ, प्रकृति एवं स्वरूप

समाजकार्य के दर्शन एवं मूल्य

Sanskrit Rangmanch ke Abhinay Siddhant