নতুন জ্ঞান - Bangla Poem - New Era
নতুন জ্ঞান
29 March 2020নতুন জ্ঞান
এক দিন সকালে
একটা কথা শুনলাম
ছেলে বললো যে
মা আজকে আমি রান্না করবো?
মা বললো
হ্যাঁ হ্যাঁ করতে পারো
ছেলেটা খুব সুন্দর করে
হাত ধুয়ে
মসলা দিয়ে মাছ মাখলো
মুখে হাঁসি
যেমন ছোট বাচ্চা
প্রথম দিন বিদ্যালয় যায়
সেরকম খুব খুশি।
দু'টো মাছ ভাজতে ভাজতে
খুব ইরিটেট হয়ে গেলো
বললো
মা রান্না করা বেশ কঠিন
মা বললো
না রে রান্না করা কঠিন না
তাড়া -তাড়ি করা কঠিন
ছেলে বললো
কিছু বোঝা যায় না
কখনও পুড়ে যায়
কখনও ভেঙে যায়
কাঁচা - পাকা
কিছু বোঝা যায় না
মা বললো
তুমি আজকে করছো
আমি তিনশো পঁয়ষট্টি দিন একই জিনিস করে অভ্যস্ত
যখন অভ্যস্ত হয়ে জাবে
তুমিও করতে পারবে
সেদিন আমি
একটা নতুন জিনিস জানলাম
কি?
অনুভব সব কিছু শেখাতে পারে?
না!......
সে তো আমি আগেই জেনে নিলাম।
সেদিন আমি জানলাম যে
প্রত্যেক ঘটনা
প্রত্যেক কথন
প্রত্যেক শব্দ
প্রত্যেক ক্ষণ
কিছু শেখায়.......
যদি বিশ্বাস হয়ে
যে
কিছুই ইউজলেস নেই
তবে প্রত্যেক ঘটনায়
একটা নতুন জ্ঞান খুঁজতে পারে।
এক দিন সকালে
একটা কথা শুনলাম
ছেলে বললো যে
মা আজকে আমি রান্না করবো?
মা বললো
হ্যাঁ হ্যাঁ করতে পারো
ছেলেটা খুব সুন্দর করে
হাত ধুয়ে
মসলা দিয়ে মাছ মাখলো
মুখে হাঁসি
যেমন ছোট বাচ্চা
প্রথম দিন বিদ্যালয় যায়
সেরকম খুব খুশি।
দু'টো মাছ ভাজতে ভাজতে
খুব ইরিটেট হয়ে গেলো
বললো
মা রান্না করা বেশ কঠিন
মা বললো
না রে রান্না করা কঠিন না
তাড়া -তাড়ি করা কঠিন
ছেলে বললো
কিছু বোঝা যায় না
কখনও পুড়ে যায়
কখনও ভেঙে যায়
কাঁচা - পাকা
কিছু বোঝা যায় না
মা বললো
তুমি আজকে করছো
আমি তিনশো পঁয়ষট্টি দিন একই জিনিস করে অভ্যস্ত
যখন অভ্যস্ত হয়ে জাবে
তুমিও করতে পারবে
সেদিন আমি
একটা নতুন জিনিস জানলাম
কি?
অনুভব সব কিছু শেখাতে পারে?
না!......
সে তো আমি আগেই জেনে নিলাম।
সেদিন আমি জানলাম যে
প্রত্যেক ঘটনা
প্রত্যেক কথন
প্রত্যেক শব্দ
প্রত্যেক ক্ষণ
কিছু শেখায়.......
যদি বিশ্বাস হয়ে
যে
কিছুই ইউজলেস নেই
তবে প্রত্যেক ঘটনায়
একটা নতুন জ্ঞান খুঁজতে পারে।
❣️❣️❣️
ReplyDelete